কিশোরগঞ্জের কুলিয়ারচরে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮জুলাই) সকাল ১১টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আজিজ, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহাব মাষ্টার, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, ছয়স‚তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিজবাহুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, জামিয়া নুরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আব্দুল কাইয়ুম খাঁন, কুলিয়ারচর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ রফিকুল বাহার প্রমূখ।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে পুলিশের নিকট হতে সঠিক সেবা গ্রহণ করুন। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের সঙ্গে কোন রকম আপস নেই। সবাই সচেতন হলে দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। মাদক কারবারি ও মাদকসেবীদের ব্যাপারে সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্যও আহবান জানানো হয় এ সভা থেকে।
মাদক বিক্রেতা ও জঙ্গিবাদকে প্রতিহত, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’এই স্লোগান কে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অনুষ্টিত ওপেন হাউজ ডেতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।