কিশোরগঞ্জের ইটনা বর্ষা মৌসুমে হাওড়ে অবাধে পোনা মাছ নিধন রোধ, অবৈধ কারেন্ট, মশারী জাল ব্যবহার বন্ধে ভারপ্রাপ্ত ইউএনও সাইফুল ইসলামের নির্দেশে বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দেব বিশেষ অভিযান পরিচালনা করেন।
দিনব্যাপী হাওড়ে বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ও স্থানীয় জেলেদের কে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। পরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজী জামাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা কাজী বদরুল আলম , পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার আলী আকবর, ধনপুরের আওয়ামী লীগ নেতা দুলাল চন্দ্র ঘোষ।