muktijoddhar kantho logo l o a d i n g

রকমারি

বিমানবন্দরে চার্জ কমাতে একসঙ্গে ১৫টি শার্ট পড়লেন যুবক! (ভিডিও)

টল্যান্ডের বৃহত্তম এবং যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগোতে জন ইরভাইন নামে এক ব্যক্তি বিমানে ওঠার আগে ব্যাগেজের জন্য বাড়তি ভাড়া দিতে নারাজ। তাই তিনি ১৫টি পোশাক একসঙ্গে পরে ফেললেন। 

জানা গেছে, ইরভাইনের টিকিট কাটা ছিল ইজিজেট এয়ারপ্লেনে। ফ্রান্সের নিস বিমানবন্দরে জন ও তার পরিবার পৌঁছানোর পর তাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয় তাদের লাগেজ অত্যন্ত ভারী। তারা নিস থেকে এডিনবার্গ যাচ্ছিলেন। আট কিলোর বেশি ভারী ব্যাগেজের জন্য তাদের বাড়তি ভাড়া দিতে বলা হয়। কিন্তু সেই টাকা বাঁচাতে ব্যাগ খুলে একের পর এক পোশাক পরে ফেলতে শুরু করেন জন।  ‌‌

ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন- pic.twitter.com/7h7FBgrt03

Tags: