মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ১০/১২/১৫ইং তারিখ ১৬০০ ঘটিকা হইতে ১৭৪৫ ঘটিকা পর্যন্ত অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি রাজীব কুমার দেব এর নেতৃত্বে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, নেত্রকোনা এর সহযোগীতায় নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানাধীন
বিভিন্ন বেকারী ও সিডির দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য উৎপাদন এবং পাইরেটেড সিডি তৈরী করার অপরাধে ১। সিলেট বেকারীর মালিক হুমায়ুন কবির সাকিল(৩০), পিতাঃ হাজী আঃ রশিদ, সাং- ছোটবাজার, থানাঃ ও জেলাঃ নেত্রকোনা’কে ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড, ২। পোলার বেকারীর মালিক মোঃ আঃ সালাম (৫০), পিতাঃ মৃতঃ লাল খান, সাং-নাগদা, থানাঃ ও জেলাঃ নেত্রকোনা’কে ২০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ৩। বিলাসী রেকডিং সিডি দোকানের মালিক পাহাড়ী সাহা(৪০), পিতাঃ মৃত দীনেশ চন্দ্র সাহা, সাং-ষ্টেশন রোড, থানাঃ ও জেলাঃ নেত্রকোনা’কে ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড, ৪। জয় রেকডিং সিডি দোকানের মালিক হাবুল চন্দ্র সাহা(৫৫), পিতাঃ দীনেশ সাহা, সাং-উকিল পাড়া, থানাঃ ও জেলাঃ নেত্রকোনা’কে ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫। পূজা ইলেক্ট্রনিক্স সিডি দোকানের মালিক সুকান্ত রায়(৪৩), পিতাঃ মৃত সুধাংশু রায়, সাং-ষ্টেশন রোড উকিল পাড়া, থানাঃ ও জেলাঃ নেত্রকোনা’কে ২,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । অভিযান শেষে আসামীগণ উক্ত জরিমানা প্রদান করে ।
প্রেস বিজ্ঞপ্তি
১২-১২-২০১৫ইং/নিঝুম