muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কিশোরগঞ্জের ইটনায় “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।

উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বাহির করা হয়। র‍্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভার শুরুতে আলোচনা সভার সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দেব স্বাগত বক্তব্য দেন। পরে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের ম্যানেজার কামাল হোসেন, এনএটিপি ২ প্রকল্পের তৌহিদুল ইসলাম, সফল মৎস্য চাষি আসাদুজ্জামান মেনু মিয়া, অফিস সহকারী অখিল দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মোঃ শহিদুল্লাহ মিয়া। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।


Tags: