muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ করে।

র‌্যালিতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নিখিল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জামাল নাসের খাঁন, উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদুল ইসলাম, থানার এস আই মোঃ জিল্লুর রহমান, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ধসঢ়; মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহম্মদ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও মৎস্যজীবীগণ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইউএনও অফিসের নাজির মোঃ রাফিউল হক।
মৎস্য সপ্তাহের করণীয় দিক তুলে ধরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলে, ১৭ জুলাই থেকে ২৩ জুলাই
পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সপ্তাহের সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য
আহবান জানান তিনি।

Tags: