muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপনে হাওড়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও হাওড়ে পোনা মাছ নিধন প্রতিরোধের অংশ হিসেবে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকালে ধনপুর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বিশেষ অভিযান চালিয়ে মোট ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। জাল জব্দ করার সময় জাল সুতা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত কারেন্ট আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব জামাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, ইটনা থানার এ এস আই মতিউর রহমান, অফিস সহায়ক অখিল বাবু প্রমুখ। 

Tags: