muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

ফের চাঁদের উদ্দেশে যাত্রা করছে ভারতের চন্দ্রযান-২

যাত্রা স্থগিত হওয়ার পর ভারতের চন্দ্রযান-২ ফের চাঁদের উদ্দেশে রওনা করছে।

সোমবার স্থানীয় সময় বেলা ২ টা ৪৩ মিনিটে এ চন্দ্রযানের যাত্রা করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চাঁদের দক্ষিণ মেরুর পথে রওনা করার কথা ছিল এ চন্দ্রযানের।

কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে কারিগরী ত্রুটির কারণে স্থগিত হয়ে যায় এর যাত্রা। পরে ত্রুটি কাটিয়ে ফের অভিযানের সিদ্ধান্ত নেয় ভারতের মহাকাশ সংস্থা ইসরো।

এ জন্য রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ২০ ঘণ্টার কাউন্ট ডাউন শুরু করা হয়। শনিবার রাতে উৎক্ষেপণের মহড়াও সফল হয়েছে।

ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার ওই কেন্দ্র থেকেই চন্দ্রযান-২ যাত্রা করবে। ২২ জুলাই রওনা হওয়ার পর এটি পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে। এরপর সরাসরি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।

৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-২। এর দক্ষিণ মেরুতে সন্ধান করবে মাটির রহস্য। চাঁদের বুকে বালুকণায় থাকা খনিজ ও মৌল পদার্থ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে।

প্রসঙ্গত, চন্দ্রযান-২ এর উৎ‌ক্ষেপণ সফল হলে ভারত হবে বিশ্বে চতুর্থ দেশ, যাদের রোভার নামবে চাঁদের মাটিতে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশ যান পাঠিয়েছে।

২০০৮ সালে ভারত প্রথম চাঁদের উদ্দেশে চন্দ্রযান-১ নামের একটি মহাকাশযান পাঠিয়েছিল। তখন সেটি চাঁদের কক্ষপথে গিয়ে ওই উপগ্রহে হাইড্রক্সিল আয়ন থাকার তথ্য দিয়েছিল।

Tags: