কিশোরগঞ্জে ভৈরবে ‘জঙ্গী-মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ জুলাই) বিকেলে ভৈরব থানার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগে সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার রেজুওয়ান দিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডটিজের সভাপতি মোঃ হুমায়ুন করির, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, পৌর আওয়ামী লীগের আতিক আহমেদ সৌরভ প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।
সমাবেশ অনুষ্ঠানে বক্তারা ভৈরবের আইন শৃঙ্খলার অবনতি, খুন রাহাজানি, চুরি, ছিনতাই, মাদকের বিস্তার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা ভৈরবের সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভৈরব থানার উপ-পুলিশ মো.জাহাঙ্গীর আলম। এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ। ভৈরব উপজেলার কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।