কিশোরগঞ্জে ইটনায় বর্ষাকালে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনা বাসীর যাতায়তের একমাত্র বাহন ইঞ্জিন চালিত ট্রলারের ফিটনেস পরীক্ষা চলছে। উপজেলা প্রশাসন যাত্রী সাধারনের নিরাপত্তা রক্ষায় ইটনা টু করিমগঞ্জ থানার চামড়া ঘাট নৌ রোডে চলাচল কারী ৭২ টি ট্রলারের ফিটনেস পরীক্ষার আয়োজন করে। মঙ্গল বার বিকালে ইটনা বড় বাজার ঘাটে এ পরীক্ষা / বাছাই অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, ওসি তদন্ত আহ্সান হাবিব, ট্রলার মালিক সমিতির সভাপতি হাজী ওমর ফারুক, সেক্রেটারি ইউসুফ আলী, ট্রলার ঘাটের সুপার ভাইজার সন্ধেশ কর, ট্রলার মালিক মুনসুর আলম, নাজিউর রহমান তালেব সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম জানান প্রথম দিন ৫১ টি ট্রলারের ফিটনেস পরীক্ষায় ৪৪ টি ট্রলারের সঠিক ফিটনেস পাওয়া যায়। ঐ দিন ৭ টি ট্রলার কে সিরিয়াল থেকে প্রাথমিক ভাবে বাদ দেওয়া হয়। তিনি আরও জানান ফিটনেস পরীক্ষায় বাকী ২১ টি ট্রলারের ফিটনেস পরে তারিখ নির্ধারন করে নেওয়া হবে।