তাড়াইলে অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার মোখলেসুর রহমান খান শাহান এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণকে কথিত চোর আখ্যায়িত করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অপরাধে অবশেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৩ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওবায়দা খানম দীর্ঘ শুনানী শেষে আসামীর অপরাধ বিবেচনায় তাকে কারাগারে প্রেরণ করেন।
গত ৬ জুন তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামে অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার শাহান কথিত চুরির অপরাধে মৃত নূর হোসেনের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মোশারফ (১৮) কে হাত-পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে থানায় মামলা হয়।
পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. অশোক সরকার।