কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীটি পরিণত হয়েছে দুপাশের দোকানপাট ও বসতবাড়ির ময়লা আবর্জনা ফেলার নিরাপদ স্থান। সেইসাথে সম্পুর্ন নদীটি দখল করে রেখেছে কচুরিপানা ও বিভিন্ন ধরনের আগাছায়। যারফলে, ভয়াবহ ডেঙ্গু চিকনগুনিয়া ও পানিবাহিত রোগ হতে রক্ষা পেতে।
বুধবার (২৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর অর্থায়ন ও পরামর্শক্রমে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ। আখড়া বাজার ব্রীজ হতে কচুরিপানা ও লেকের পাড়ের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।
এডিসি সার্বিক জানান, আজ প্রথম দিন ৩০ জন লেবার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হাত দিলাম, নরসুন্দার পরিষ্কার এর অংশ হিসেবে রয়েছে পাগলা মসজিদ পার হয়ে মরাখলা ব্রীজ নামক স্থান হতে এদিকে একরামপুর পর্যন্ত সম্পুর্ন পরিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে নদীর সৌন্দর্য রক্ষার জন্য পরবর্তীতে জেলা প্রশাসকের সহযোগিতায় আরো কিছু কার্যক্রম হাতে নিব আশা করি। নরসুন্দার পরিচ্ছন্নতা শেষ না হওয়ার পূর্ব পর্যন্ত এ কার্যক্রম চলবে। এজন্য স্থানীয় সকলের সহযেগিতা প্রয়োজন।