কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জনগনকে সচেতন করতে এবং ছেলে ধরার গুজবে কান না দিতে ব্যাপক মাইকিং করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) মাইকিং এর মাধ্যমে এই গুজব ঠেকাতে প্রচারণার ব্যবস্থা করে হোসেনপুর থানা পুলিশ। মাইকিং এর মাধ্যমে সর্তক করা হয়েছে কেউ যাতে গুজব ছড়ানোর চেষ্টা না করে। গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে গুজব সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার করারও আহবান জানানো হয়েছে। এছাড়াও উপজেলা সদরের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশে সম্প্রতি সময়ে গুজবের ব্যাপারে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, কেউ যাতে গুজব ছড়িয়ে অনাকাংখিত ঘটনা ঘটাতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে।