muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে দারিদ্রতা রুখতে পারেনি রিকসা চালকের মেয়ে আশার এ প্লাস

মনের অদম্য সাহস নিয়ে শিক্ষা যুদ্ধে জয়ী হয়েছেন এবারের এইচএসসিতে ভালো ফলাফল অর্জনকারী আশা আক্তার।

হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে সে এ প্লাস পেয়েছে। দারিদ্রতা রুখতে পারেনি আশার এ প্লাস। টিউশনী করে পড়ার খরচ চালিয়েছেন আশা আক্তার। এখন অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সে।

কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়ীয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে আশা আক্তার। বাবা পেশায় একজন হতদরিদ্র রিকসা চালক এবং মাতা পারভীন আক্তার একজন গৃহিণী। বাবার সামান্য ভিটে বাড়ি ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই।

আশা আক্তার জানান, টিউশনী করে পড়ালেখার খরচ চালিয়েছি। কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষা নিতে পারব কিনা তা একমাত্র আল্লাহই ভাল জানেন।

আশা আক্তারের মা পারভীন আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে বহু কষ্ট করে এ পর্যন্ত এগিয়ে নিয়েছি। এখন আর তার পড়া লেখার খরচ চালাতে পারছিনা।

Tags: