মালয়েশিয়ায় বিস্ময় সৃষ্টি করে এগিয়ে চলছেই বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। একের পর এক জয় নিয়ে চলমান সুপার মক কাপ ফুটবলের ফাইনালে ওঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
সেমিফাইনালে এএসএন ফিল্ডে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৩-১ গোলে হারিয়েছে জিহানরা। এর আগে শুক্রবার জিহানের জোড়া গোলে ব্রাজিলের বিখ্যাত ক্লাব করিন্থিয়ান্সের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে উঠেছিল ক্ষুদে দলটি।
এ ছাড়াও গত বৃহস্পতিবারও বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল প্লেট রাউন্ডের ম্যাচে জিহানের জোড়া গোলে ৫-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়ার সুওন এস বি উইংগসকে। এর আগে বুধবার জাপানের ক্লাব গাম্বা ওসাকার জুনিয়রদের কাছে ২-০ গোলে হেরেছিল অনূর্ধ্ব-১৩ দল। প্রথম ম্যাচে অবশ্য অনূর্ধ্ব-১৩ দল ২-২ গোলে ড্র করেছিল থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের বিপক্ষে।
অন্যদিকে মেব্যাংক একাডেমি মাঠে ফিলিপাইনের গ্লোবাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১২ দল। এর আগে তারা কোরিয়ার গিওজে কিম জিঙ উ দলকে ৬-১ গোলে হারানো দলটি মালয়েশিয়ার জিওনসার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল দক্ষিণ কোরিয়ার সিউল শিনডাপের কাছে। ফলে অনূর্ধ্ব-১৩ দল ফাইনালে উঠলেও গ্রুপ পর্বে ৫ দলের মধ্যে তৃতীয় হওয়ায় প্লেট পর্বে খেলতে হচ্ছে অনূর্ধ্ব-১২ দল।
এর আগে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর অনূর্ধ্ব-১৩ দলের ম্যানেজার মানস চন্দ্র দাস জানিয়েছেন, আমাদের লক্ষ্য টুর্নামেন্টের প্লেট ট্রফি অর্জন করা।
২৫ বছর আগে ১৯৯০ সালে ডানা কাপ এবং গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিস্ময় সৃষ্টি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। দুই আসরে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের বয়সভিত্তিক দলকে হারিয়েছিল। বিদেশের মাটিতে বখতিয়ার-রানা-সেলিম-মাসদুরা উড়িয়েছিলেন লাল-সবুজের পতাকা। আবার তেমনি এক আশা জাগানিয়া মাহেন্দ্রক্ষণের আবহ সৃষ্টি করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৩ দল। আর মাত্র ১টি ম্যাচে জয়ী হতে পারলেই মালয়েশিয়ায় ক্রিকেটের পর আবারও উড়বে লাল-সবুজের পতাকা।