muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

আফ্রিকার জঙ্গল নামে খ্যাত লোহাজুরীতে আলোর দ্যুতি নিয়ে এলেন এমপি নূর মোহাম্মদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আফ্রিকার জঙ্গল নামে খ্যাত লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চারতলা ভবন ভিত্তি প্রস্থর স্থাপন ও কলেজ শাখার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাস্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

মঙ্গলবার দুপুরে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ নূর মোহাম্মদ। কলেজ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে মরুদ্বীপ একাত্তর স্বাধীনতা পার্কের চেয়ারম্যান ও লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি লায়ন মোঃ নুরুজ্জামান ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি, পিএসসি সেনা সদর বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হামিদ, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম মজনু,লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান আতাহার উদ্দিন ভুঞা রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অত্র স্কুলের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এর আগে মরুদ্বীপ ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ নুরুজ্জামান ইকবালের নেতৃত্বে ৩০০০ মোটর সাইকেলের বিশাল গাড়ী বহরের মাধ্যমে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদকে বরণ করে নেয় স্থানীয় এলাকাবাসী। সাংসদ নূর মোহাম্মদের সফর সঙ্গী হিসেবে ছিলেন আমজাদ হোসেন লিটন, মোঃ নজরুল ইসলাম, এড. মুরাদ , মাহফুজুর রহমান মাহফুজ , মোখলেছুর রহমান,মোঃ জিতু মিয়া ,মোঃ সুজন মিয়া,জাহাঙ্গীর সরকার,আশিকুল হক সুমন,জহিরুল ইসলাম খোকা,রিয়াদ হাসান,মোঃ পারভেজ মিয়া, মুন্না মিয়া, ফজলে রাব্বি , মস্তোফা খান ,কাউছার হোসেন,মোঃ সোহাগ, মোঃ শুভ মিয়া, মোঃ ফজলুর রহমান সবুজ, মোঃ আওলাদ হোসেন, জিয়াউল হক, রতন রবিউল ইসলাম ,মোজাম্মেল হক , সৈয়দ
মুরছালিন দারাশিকো , মাহবুবুর রহমান,মিয়া মোহাম্মদ ছিদ্দিক, এ্যাডঃ শাহ মোঃ মাহমুদুর রহমান (মান্না), মোঃ শরীফ মিয়া, আরশাদুল হক বাবুল প্রমুখ।

Tags: