আগামী ২ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক দিবস পালিত হবে। এ বছর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৪ কোটিরও বেশি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ কোটি ।
এদিকে আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি ও মান দেখার জন্য আজ ঢাকার মাতুয়াইলে বিভিন্ন ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বইয়ের মান যাচাই করেন।
পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সকল ক্লাসের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো ও বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হবে। পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক দিবস পালনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।