কিশোরঞ্জের হোসেনপুরে সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে খবর পেয়ে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মেয়ের বাড়ি গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া মোছা. সাদিয়া আক্তার ওই এলাকার সাইজ উদ্দিনের মেয়ে এবং পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের সাইজ উদ্দিনের বাড়িতে সাদিয়া আক্তারের বিয়ের আয়োজন করা হয়। এখবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে সাদিয়ার বাল্যবিয়ে বন্ধ করা হয়।
বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ের বাবাকে অবগত করা হলে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তিনি মুচলেকা দেন।