দাপুটে ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। জিততে হলে নাজমুল হোসেন শান্তদের করতে হবে ৩০৫ রান!
সাভার বিকেএসপির মাঠে রোববার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শফিকুল ইসলামের পেসে দলীয় ৫৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও খেই হারায়নি অতিথি দল।
৭৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক চেরিথ আসালঙ্কা। ব্যাটে ঝড় তোলেন ছয় নম্বরে নামা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪৬ বলে সাত চার ও তিন ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭ বল খেলে অপরাজিত ২৯ রান করেছেন আশেন বান্দারা। অন্যদের সান্দুন ভিরাকোদ্দি ৩১, শাম্মু আশান ৩৩ ও কামিন্দু মেন্ডিস ২৮ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন পেসার শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম।