muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফার কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে খতমে কুরআন ও হিফজুল কুরআন প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহাম্মদ ফারুক আহামেদ। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. এনামুল হক, ফিল্ড অফিসার খায়রুল ইসলাম, মাও. হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন মসজিদের ইমামগন, ইফার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সদর উপজেলা প্রশাসন।