কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরের বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এ সময় হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, থানার এসআই মো. আসাদ উল্ল্যাহসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (২১ আগস্ট) দুপরে পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী মুদি ব্যবসায়ী হারুনকে এক হাজার
টাকা ও নাজমুলকে পাঁচশত টাকা জরিমানা করা হয়। পরে ফুটপাত দখল মুক্ত করা হয়।