কিশোরগঞ্জের ইটনা উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। শুক্রবার সকালে সদরের রাধা গোবিন্দ মন্দিরে দলে দলে ভক্ত বৃন্দের আগমনের ঢল নামে। পরে মন্দির চত্বর থেকে ইটনা থানার অফিসার মুর্শেদ জামান বিপিএমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশী নিরাপত্তায় একটি বর্নাঢ্য শোভা যাত্রা বাহির করা হয়। শোভা যাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেশ ও জাতীর মঙ্গল কামনায় রাধা গোবিন্দ মন্দিরে শ্রীশ্রী গীতা যজ্ঞ ও প্রার্থনায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন দেবনাথ, সেক্রেটারি তাপস রায়, ব্রাম্মণ সম্প্রদায়ের আহবায়ক দেবব্রত শর্মা, ঋষি সম্প্রদায়ের সভাপতি শুকুমার ঋষি, সহ সভাপতি নিকুঞ্জ ঋষি, সেক্রেটারি সুধাংশু ঋষি, হিন্দুধর্মীয় নেতা নিত্য নন্দ সাহা, সত্য সাহা, সুমন্ত বর্মন, হরেন্দ্র সাহা, অনিল বর্মন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী চৌধুরী, ব্রাম্মণ সম্প্রদায়ের নেতা রামকৃষ্ণ দাস, কৌশিক দেবনাথ, শুভাগ্য সাধু প্রমুখ।