muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলা আ.লীগের আলোচনা সভা

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক দিলারা বেগম আসমা। সভা পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম।

বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা জামান নূতন, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী খালেদা ফেন্সী, রাশিদা আক্তার, সালমা হক, শাহিন সুলতানা ইতি, তাহমিনা ইসলাম বিউটি, ফৌজিয়া জলিল নেন্সী, মাছুমা আক্তার, হাছিনা হায়দার চামেলী, ডাঃ রুবি ইসলাম, সাজিদা ইয়াসমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মৌরি জান্নাত।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানান।