কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, সরকারি রোটারি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাসরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
পরে অতিথিরা উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত বিভিন্ন ষ্টল পর্রিদশন করে।