করিমগঞ্জে প্রায় তিন কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার হাত্রাপাড়া আদর্শ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণের কথা রয়েছে।
এ সময় এক আলোচনা সভায় এমপি মুজিবুল হক চুন্নু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের আহবান জানান তিনি।
হাত্রাপাড়া আদর্শ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, শিক্ষা অফিসের প্রকৌশলী হাবিবুর রহমান, করিমগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন দিদার, করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক, করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবুল হায়াত রনি, কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, জাপা নেতা সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে পিটুয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুজিবুল হক চুন্নু এমপি।