কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্য বিয়ে করার অপরাধে দুলাল মিয়া (৩৩) নামের এক বরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মেয়ের মা হাদিসা আক্তারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত বর দুলাল মিয়ার বাড়ি করিমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আলী হোসেন।
অর্থদন্ড প্রাপ্ত মেয়ের মা হাদিসা আক্তার উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের হারুন মিয়ার স্ত্রী।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের হারুন মিয়ার বাড়িতে কলি আক্তারের বিয়ের আয়োজন করা হয়। এখবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে করার দায়ে বর দুলাল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মেয়ের মা হাদিসা আক্তারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।