muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

গণিতে ১০০ থেকে ৩ পেতেন কোহলি!

ক্রিকেট মাঠে অন্যতম হিসেবি অধিনায়ক তিনি। সেই বিরাট কোহলির পড়াশোনার প্রতি কেমন ঝোঁক কেমন ছিল, তা জানা গেল সম্প্রতি। এ ব্যাপারে কোনো লুকোছাপা না করে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানালেন, চিরকালই ক্রিকেট খেলায় ছিল তার চোখ। পড়াশোনায় কোনো দিনই মন ছিল না তার।

কোহলি জানালেন, গণিতে খুবই কাঁচা ছিলেন তিনি। একটি স্পোর্টস ওয়েবকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “অঙ্কে যেখানে ১০০র মধ্যে পরীক্ষা হতো, সেখানে আমি মেরেকেটে ৩ পেতাম। আমি এতটাই ভালো ছিলাম অঙ্কে! আমি আজও বুঝে উঠি না, মানুষ কম করে অঙ্ক বুঝে ওঠে!”

এখানেই থেমে গেলেন না বিরাট। সঙ্গে আরও যোগ করলেন, “এই বিষয়টার পেছনে কী যে জটিলতা রয়েছে আমি বুঝে উঠি না। জীবনে কখনো অঙ্কের এই সব জটিল ফর্মুলা অ্যাপ্লাই করে দেখিনি!”

“আমি শুধু কোনোরকম ক্লাস টেন পাশ করতে চেয়েছিলাম। কারণ টেনের গণ্ডি না টপকালে রাজ্যস্তরে খেলার সুযোগ পেতাম না। তা-ও বলি, জীবনে পড়াশোনার জন্য যা কসরত করতে হয়েছে, ক্রিকেটের জন্য এতটা করিনি কখনো।”

Tags: