muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় ৯০ শতাংশ সরকারী খাস জমি অবৈধ দখলমুক্ত

ইটনা উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে সরকারী খাস জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

জানা যায়, একটি প্রভাবশালী মহল সদরের পুর্বগ্রাম আরুরা মজলিশপুর মৌজায় ৯০ শতাংশ খাস জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। বৃহস্পতিবার সকালে সরজমিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার লাল নিশান টানিয়ে ৯০ শতাংশ ভূমি অবৈধ দখলমুক্ত করে।

পরে একই দাগের ৫ শতাংশ ভূমি সরকারী রেজিষ্টিমূলে একটি ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী ওমর ফারুক, ইটনা থানার এএসআই উজ্জল মিয়া, উপজেলা ভূমি অফিসের সহকারী মুশফিক মিয়া, উপজেলা নির্বাহী অফিসের প্রধান সহকারী পটল মিয়া, জয়সিদ্ধী ইউপি ভূমি উপসহকারী প্রদীপ কুমার রায়, সদর ভূমি উপসহকারী সুশেন কুমার, সহকারী দেবব্রত প্রিয় বাপ্পী, আওয়ামী লীগ নেতা এনায়েত কবির, যুবলীগ নেতা আবু তালেম প্রমূখ।

Tags: