muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাঁচ ঘণ্টা পর কিশোরগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেল স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ রুটে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে লাইন মেরামত শেষে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি চোখে পড়ে।

এরপর থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকা রুটে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।

কিশোরগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান বিশ্বাস জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করার পর পরই রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর এই স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবদুর রহমান বলেন, পরে মেরামত শেষে দুপুর ১টার দিকে আবার চলাচল স্বাভাবিক হয়।

Tags: