বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম তম গ্রেডে বেতন নির্ধারণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাথমিক শিক্ষকরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম, বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, বড় ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে এলাহী, ভড়াডুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী পাল, দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাশিদ, আদমখারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী রঞ্জন দাস, সিন্ধুবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বরচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র সরকার, কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ূব খান প্রমূখ।
আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক কাজী আকরাম হোসেন।
মানববন্ধনে ২শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম তম গ্রেডে বেতন নির্ধারণ করা এদেশের সকল প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবী। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারেও প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৈষম্য নিরসন করার বিষয়টি উল্লেখ ছিল। কিন্তু অদ্যবধী তা বাস্তবায়িত হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তারা প্রধানমন্ত্রীর সাথে আছেন বলে দাবী করেন।
প্রাথমিক শিক্ষায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। সে জন্য প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশা অনেক । তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম তম গ্রেডে বেতন নির্ধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিকট জোড় দাবী জানান।
মানববন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি জমা দেন।