বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে দূরে টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ সদস্য মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরের নভেম্বর পর্যন্তই এই উইকেটকিপার-ব্যাটসম্যান বিরতিতে থাকবেন বলে জানা গেছে। যার অর্থ আসন্ন ভারত সফরে ধোনির সামনে পড়তে হচ্ছে না বাংলাদেশ দলকে।
বিশ্বকাপের পর সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিংয়ে চলে যান ধোনি। চষে বেড়িয়েছেন কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা।
নভেম্বরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ধোনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে মুম্বাই মিররের খবরে বলা হয়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটার ফিরতে পারেন চলতি বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। এই সময়ে হওয়া বিজয় হাজারে ট্রফিতেও খেলা হবে না ধোনির।
ভারত সফরে তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ৩ নভেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। অপর দুই ম্যাচ হবে নাগপুর ও রাজকোটে।