muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভোটার তালিকায় রোহিঙ্গা : ইসি কর্মকর্তা আটক

মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের কর্মকর্তা শাহানুর মিয়াকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবন থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাকে আটক করে। ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিবি পুলিশের সদস্যরা তাকে আজ (সোমবার) বিকেলে নির্বাচন ভবন থেকে আটক করে। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত বলেও জানান তিনি।

এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় সম্পৃক্ততা থাকার বিষয়ে ১৫ জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

সোমবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে তাদের নাম প্রকাশ করব। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, এর সঙ্গে কতজন জড়িত। তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার স্বার্থে আমরা এখনই তাদের নাম প্রকাশ করছি না। তবে এ সংখ্যা ১৫ এর মতো, এর অধিক নয়।

Tags: