কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মহিলা সংস্থার অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ৩য় পর্যায়ের প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় মহিলা সংস্থার কিশোরগঞ্জ জেলা চেয়ারম্যান মানছুরা জামান নতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী হোসনে আরা ইদ্রিস, জেলা যুব মহিলা আওয়ামীলীগ সভাপতি সালমা হক, সহ সভাপতি শাহিন সুলতানা ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ টি ট্রেডে ২৫০ জন প্রশিক্ষনার্থীকে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়