ক্যান্সার আক্রান্ত প্রেমাকে বাঁচাতে মুক্তমঞ্চে চেরিটি-শো আয়োজন করেছে কিশোরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক কর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে এ শো অনুষ্ঠিত হবে।
এতে গান পরিবেশন করবেন চাতক ব্যান্ডের ক্যানেডী, টুনির মা গান খ্যাত প্রমিত কুমার, ব্যান্ড প্রহরীর আরিয়ান, ক্যান্সার আক্রান্ত প্রেমার স্বামী শোভন খান, মাই টিভির নিয়মিত শিল্পী চৈতি, চ্যানেল আইয়ের নিয়মিত শিল্পী সেতু, রাজকুমারী খ্যাত আসিফ বিল্লাল, ক্ষুদে গানরাজ তরিকুলসহ ফোক ব্যান্ড ব্রাক্ষণবাড়িয়া ও স্থানীয় শিল্পীবৃন্দ।
Tags: