বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির কিডনি থেকে একটি পাথর বের হয়েছে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি আর্জেন্টিনার এই তারকা।
গত বৃহস্পতিবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমি-ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে তলপেটের ব্যথায় খেলতে পারেননি মেসি। এ ধরনের ব্যথা কিডনির পাথরের সমস্যা সংশ্লিষ্ট।
স্পেনের ক্রীড়া দৈনিক এএস শুক্রবার মেসির কিডনি থেকে পাথর বেরিয়ে যাওয়ার কথা জানায়। পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়, আগের রাতের মতো বৃহস্পতিবার রাতটাও মেসির খারাপ কেটেছে। শুক্রবারের অনুশীলনে মেসি নামেননি।
আগামী রোববার ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনার দল রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা।
কিডনি থেকে পাথর বেরিয়ে গেলেও রিভার প্লেটের বিপক্ষে ফাইনালে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।