কিশোরগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তরের ৮৪ লাখ ২৯ হাজার টাকার চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি শায়লা আহম্মদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তরের ৮৪ লাখ ২৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তন্মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের স্বেচ্ছাসেবী সংস্থা/সংগঠনের অনুকুলে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রাপ্ত জেলার ১২৫টি সংগঠনের মধ্যে ৩৫ লাখ ২৯ হাজার টাকা ও একই অর্থ বছরের তৃতীয় পর্যায়ে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী, স্টোকে প্যারালাইজড আক্রান্ত ৯৮ জন রোগীর মধ্যে ৪৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও উপকারভোগী রোগীসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।