muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে বাসচাপায় আইনজীবী নিহত, প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় শাহেন শাহ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেন শাহ উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ও কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আদালতে যাচ্ছিলেন শাহেন শাহ। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদীর মধ্যপাড়া বাজার এলাকায় কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছবি : দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এম.এ. আফজল, ভূপেন্দ্র ভৌমিক দোলন, অশোক সরকার প্রমুখ।

বক্তারা বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। তারা অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

Tags: