কিশোরগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বয়সের সমতার পথে যাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যলিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেরণ কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান। আলোচক ছিলেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রফেসর এ এন এম মাহবুবুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ¦ সালাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মেহের উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আঃ রহিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কটিয়াদী সমাজসেবা অফিসার মোহাম্মদ মাঈনুর রহমান মনির। পরে অতিথিবৃন্দ একে এম তাহের উদ্দিন ও সাবেক নাজির আব্দুল ওয়াহাব (মরণোত্তর) প্রবীণদ্বয়কে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।