muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়নে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ রমজান মাহমুদ, কার্ডিওলজি বিভাগের অবঃ প্রফেসর ডাঃ এম এ তাহের, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হানিফ খান।

মতবিনিময় সভার উদ্বোধক ছিলেন জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক তত্ত্বাবধায়ক ডাঃ সুলতানা রাজিয়া।

আলোচনায় অংশ নেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tags: