muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

মুক্তির সঙ্গে সঙ্গেই অসহিষ্ণুতার তাণ্ডবের আঁচ পেল দিলওয়ালে

dilwale
‘দিলওয়ালে’ এবং ‘বাজিরাও মাস্তানি’। একই দিনে বলিউডের মহাতারকা–খচিত দুই ছবির মুক্তি। অপেক্ষায় ছিল দেশ। অপেক্ষায় ছিল হিন্দুত্ববাদীদের নানা গোষ্ঠীও। মুক্তির সঙ্গে সঙ্গেই অসহিষ্ণুতার সেই তাণ্ডবের আঁচ পেল শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে’।

রেহাই পেল না প্রিয়াঙ্কা–দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ও। সম্প্রতি নিজের ৫০তম জন্মদিনে দেশে অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন শাহরুখ খান। তার পরেই লাঠিসোঁটা নিয়ে তৈরি ছিল গেরুয়াবাহিনী। ‘দিলওয়ালে’ মুক্তি পেতেই ঝাঁপিয়ে পড়ল তারা। বি জে পি শাসিত মহারাষ্ট্র, গুজরাট, মধ‍্যপ্রদেশেই উপদ্রব ছিল বেশি। অনেক জায়গায় বিজেপি কর্মীরাই নেমে যায় রাস্তায়। এছাড়া ছিল, হিন্দু সেনা, হিন্দু মিত্র মণ্ডল ইত্যাদি নামের কিছু গোষ্ঠী। ‘দিলওয়ালে’ ছবিটির প্রদর্শন‍ যাতে শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য মধ্যপ্রদেশ সরকারকে আগেই অনুরোধ জানিয়েছিলেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। জবলপুরের প্রেক্ষাগৃহের বাইরে ছেঁড়া হল শাহরুখের পোস্টার। সেখানকার তিনটি প্রেক্ষাগৃহে বন্ধ হল ছবির প্রদর্শনী। ইন্দোরে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দু রাষ্ট্র সংগঠনের প্রধান রাজেশ শিরোদকার। ভোপালে প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখালেন হিন্দু মিত্র মণ্ডলের সদস্যরা। মুম্বইয়ে ‘শাহরুখ মুর্দাবাদ’ বলে স্লোগান দিল কট্টরপন্থীরা। দাদারের একটি প্রেক্ষাগৃহে ঝামেলা পাকাতে গিয়ে আটক হল হিন্দু সেনার পাঁচ সদস্য। ভাঙচুর হতে পারে, এই ভয়ে মুক্তির দিনে ‘দিলওয়ালে’ ছবির প্রদর্শন বন্ধ রাখল গুজরাটের আমেদাবাদ, সুরাট এবং মেহসানার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। ছবিটি বয়কটের ডাক দিয়ে গুজরাটের বিভিন্ন শহরে পোস্টারও পড়েছে। ছবির পোস্টার ছেঁড়া হয়েছে দিল্লিসহ নানা জায়গায়। ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে অশান্তি মূলত মহারাষ্ট্রেই। অভিযোগ, ছবিতে ইতিহাস বিকৃত করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। এই অভিযোগে ছবির মুক্তি আটকাতে মামলাও আনা হয়েছিল। কিন্তু তা আজ খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। বিচারপতি নরেশ পাটিল জানালেন, ছবির মুক্তি নিয়ে হস্তক্ষেপ করার যুক্তি খুঁজে পাচ্ছে না আদালত। ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে বিজেপি’র যুব শাখাও। তাদের তাণ্ডবে পুনের একটি প্রেক্ষাগৃহে বন্ধ হয় ছবির প্রদর্শনী। বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাই যক্ষ্মা এবং বাতের রোগী ছিলেন। ছবিতে এই চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে পিঙ্গা গানে বাজিরাওয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ‘মস্তানি’ দীপিকার সঙ্গে নেচেছেন তিনি। বাতের রোগী হয়েও কীভাবে নাচছেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তা ছাড়া সে সময় রাজপরিবারের মহিলাদের প্রকাশ্যে নাচ–গান করারও চল ছিল না। ছবিতে বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর নাচ–গান করা নিয়েও ক্ষোভ জানিয়েছে বিজেপি। ইতিহাস থেকে বিচ‍্যুতির অভিযোগ খণ্ডন করতে গিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ব‍লেছেন, ইতিহাস বইয়ে জীবনের সব কথা লেখা থাকে না। অসহিষ্ণুতার যে পরিবেশ আমাদের ঘিরে আছে, তার সমালোচনাও করেছিলেন প্রিয়াঙ্কা। বিজেপিকে এ বিষয়ে একহাত নিয়েছে এনসিপি। এনসিপি নেতা অজিত পাওয়ার বললেন, ছবি নিয়ে বিজেপি’র অসন্তোষ থাকলে সেন্সর বোর্ডে যাওয়া উচিত ছিল। ছবির মুক্তি বন্ধ করতে চেয়ে বিজেপি আসলে তার প্রচারেই সাহায্য করল। বছরের শেষ দুই বড় বলিউড–ছবি দিলওয়ালে এবং বাজিরাও মাস্তানি। এটা ঘটনা, প্রতিবাদ বা বিতর্ক যেরকমই চলুক, মানুষের আগ্রহ তাতে দমছে না। বক্স অফিসের প্রথম দিনের হিসেব বলছে, দিলওয়ালে এগিয়ে আছে বাজিরাওয়ের চেয়ে। প্রথম দিনে ২১–২২ কোটি টাকা তুলছে দিলওয়ালে, প্রাথমিক ইঙ্গিত এরকম। রোহিত শেট্টির ছবিতে কাজলকে আবার শাহরুকের পাশে দেখার কৌতূহল রয়েছে দর্শকদের মধ‍্যে। প্রথম দিনে বাজিরাওয়ের আয় নাকি ১০-১২ কোটির মতো দাঁড়াচ্ছে।

সূত্র: আজকাল

Tags: