muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

আবরার হত্যা : ৫ দিনের রিমান্ডে অমিত-তোহা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় গ্রেফতার ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অমিত সাহা ও হোসাইন মোহাম্মদ তোহাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে আবরার হত্যা মামলার এই দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান। তিনি মামলার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী দুই আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আবরার হত্যার ঘটনায় ৭ অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের ৯ নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে ১০ অক্টোবর গাজীপুর থেকে হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেফতার করা হয়। একই দিন রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির থেকে আটক করা হয় মামলার আরেক আসামি অমিত সাহাকে।বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার সকালেও আবরার হত্যা মামলার আরেক আসামি মাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ১৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ১৩ জন। আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

Tags: