muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম  এ মামলার রায় ঘোষণা করেন। এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা না পাওয়ায় বিচারক রায়ে তিনজনকে খালাস দিয়েছেন 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সজীব, মো. শাওন, মো. হারুন, আবু তাহের, মো. রাজীব, মো. রুবু, মমিন, মোহসিন ও মো. আমিন। আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, খোকন মতিন, শাহপরান ও শামীম। 

চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

Tags: