কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদে ন্যস্তকৃত বিভাগ সমূহের ওয়েব পোর্টাল ই-ফাইলিং, ইন্টারনেট ব্রাউজিং ও আইসিটি বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর শহরের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম। জানা যায়, প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১৩০ জন প্রশিক্ষণার্থী দুই ধাপে ৬৫ জন করে প্রশিক্ষণ নিবেন।