কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে জেলা সমাজসেবার আয়োজনে মঙ্গলবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াাম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ সরকারী শিশু পরিবার (বালিকা) গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাদাছড়ি ব্যাবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা। বক্তব্য রাখনে, জেলা সমাজসেবা কার্য্যালযয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, সদর সমাজসেবা অফিসার মোঃ হুমায়ুন কবীর ভুঁইয়া, শহর সমাজসেবা অফিসার মোছাঃ সালমা খানম, কটিয়াদী উপজলো সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, প্রতিবন্ধী ইবরাহীম, শাহাবুদ্দিন প্রমুখ। সভায় ১০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।