কিশোরগঞ্জের হাওর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন মহা পরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পুরুষ-মহিলাদের পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির সেবাদান কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মাহমুদুর রহমান, উপ-পরিচালক রওশন আক্তার জাহান, ইউএনও নাফিসা আক্তার, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, এমওসিসি ডাঃ হালিমা, কনসালট্যান্ট যশোদা দুলাল সাহা, পঃ পঃ ফ্যাসিলেটর শফিকুল ইসলাম ফরাজি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, টিএফপিএ মিজানুর রহমান, আতিকুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।
ক্যাম্পে ৪৫টি স্থায়ী ও ৭১টি দীর্ঘমেয়াদী ইমপ্লান সেবা প্রদান করা হয়।