মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাসের ভেতরে ছুঁড়ে মারা পেট্রোল বোমা থেকে মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ অঙ্গার হয়ে যাওয়া মানুষটি কোন্ পার্টির? বাসের ভেতরে জ্বলে ওঠা আগুন জানে না আওয়ামী লীগ কে? আগুন চেনে না বিএনপি কে?
পেট্রোল বোমার আগুন শুধু চেয়েছে পোড়া মানুষ, শুধু চেয়েছে লাশ। আর এই পেট্রোল বোমা নীরিহ মানুষের লাশের উপর ভর করে সমঝোতার টেবিলে বসতে চেয়েছে। সমঝোতার মাধ্যমে তত্বাবধায়ক সরকার চেয়েছে। চেয়েছে ক্ষমতা।
রক্তের উপর,লাশের উপর সিংহাসনে আরোহন করতে চেয়ে অবশেষে ব্যর্থ মন নিয়ে পেট্রোল বোমা ফিরে গেছে তার বাড়ীতে। কঠিন,কঠোর,পাষান,নিষ্ঠুর,নির্দয় পেট্রোল বোমা যা দিয়ে গেছে তা কেবল লাশ আর লাশ। অবশেষে সেই নিষ্ঠুর পেট্রোল বোমা এখন অন্ধকার থেকে আলোতে এসেছে,লোকালয়ে এসেছে,সেজে-গুজে এসেছে। পেট্রোল বোমার হাতে এখন ভিক্ষার পাত্র, এখন ভোট ভিক্ষা চাইছে!
নগরবাসি কি নগর-জনপদ পোড়ানোর কথা ভুলে যাবে? হে নগরবাসি, খালি হাতে ফিরিয়ে দাও সেই পাষাণ ভিক্ষুককে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-১২-২০১৫ইং/নিঝুম