সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম নিয়ে শুরু হওয়া সমস্যার সমাধান শিগগিরই হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পেঁয়াজ নিয়ে সমস্যা থাকবে না। এটা সাময়িক। কয়েকদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ চলে এসেছে। অলরেডি ৫৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ চলে এসেছে।
আজারবাইজানের বাকুতে ন্যাম সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় রসিকতা করে শেখ হাসিনা বলেন, পেঁয়াজ ছাড়াও তো রান্না হয়। আমি নিজেও তো করি। পেঁয়াজ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। হয়তো আগে বেশি ব্যবহার হতো, এখন কম ব্যবহার হবে। দুশ্চিন্তার কিছু নেই। এ সংকট বেশিদিন থাকবে না। যারা মজুত রাখছে, তাদের লোকসানই হবে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়।