muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

গুঞ্জনটাই সত্যি হলো। জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সে বিষয়ে কর্তৃপক্ষকে না জানানোয় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর তথা ২৪ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  

আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে মঙ্গলবার সন্ধ্যায় এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দুর্নীতি-বিরোধী আইনের নিয়ম হলো- কেউ অনৈতিক প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব তা কর্তৃপক্ষকে জানাতে হবে। সাকিব যা করেননি। 

সাকিব মূলত এক বছর নিষিদ্ধ থাকবেন। পরবর্তী এক বছর স্থগিত নিষেধাজ্ঞায় থাকবেন। ওই এক বছরে সাকিব পুনরায় একই অভিযোগে অভিযুক্ত হলে সাকিবকে আবার শাস্তি দেবে আইসিসি। আজ থেকেই সাকিবের নিষেধাজ্ঞা শুরু হবে। ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি। অর্থাৎ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ফিরতে পারবেন সাকিব

 
বিস্তারিত আসছে…

Shakib Al Hasan banned after accepting three charges under ICC Anti-Corruption Code- https://www.icc-cricket.com/media-releases/1473892

Tags: