জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বালিকা বিভাগে শরীয়তপুর জেলাকে ১-০ গোলে হারিয়েছে মাদারীপুর জেলা। দ্বিতীয় ম্যাচে ঢাকা জেলাকে ৩-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলা। তৃতীয় ম্যাচে ফরিদপুর জেলাকে ৩-০ গোলে হারিয়েছে গাজীপুর জেলা। শেষ ম্যাচের ৩ টি গোলই করেন গাজীপুর জেলার শারমিন।
এদিকে বালক বিভাগে কিশোরগঞ্জ জেলাকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা জেলা, গাজীপুর জেলাকে ১-০ গোলে হারিয়েছে ফরিদপুর জেলা এবং মাদারীপুর জেলাকে টাইব্রেকে ৬-৫ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা। নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র ছিলো।
এদিকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালক বিভাগে জয় পেয়েছে রাজবাড়ী, মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জ জেলা। প্রথম ম্যাচে নরসিংদী জেলাকে টাইব্রেকে ৫-৪ গোলে হারিয়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা সিটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রাজবাড়ী জেলা এবং টাঙ্গাইল জেলাকে টাইব্রেকে ৪-৩ গোলে হারিয়েছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেলা। একই মাঠে বালিকা বিভাগে জয় পেয়েছে নরসিংদী, টাঙ্গাইল এবং রাজবাড়ী জেলা। গোপালগঞ্জ জেলাকে ৭-০ গোলে হারিয়েছে নরসিংদী জেলা। আরেক ম্যাচে ঢাকা সিটিকে ৭-০ গোলে হারিয়েছে রাজবাড়ী জেলা এবং মুন্সিগঞ্জ জেলাকে ৬-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা। ঢাকা বিভাগীয় টুর্নামেন্টের দ্বিতীয় দিনের জয়ী দলগুলো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আগামীকাল দুই মাঠেই কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৩ নভেম্বর।
একই মাঠে বালিকা বিভাগে জয় পেয়েছে নরসিংদী, টাঙ্গাইল এবং রাজবাড়ী জেলা। গোপালগঞ্জ জেলাকে ৭-০ গোলে হারিয়েছে নরসিংদী জেলা। আরেক ম্যাচে ঢাকা সিটিকে ৭-০ গোলে হারিয়েছে রাজবাড়ী জেলা এবং মুন্সিগঞ্জ জেলাকে ৬-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা। ঢাকা বিভাগীয় টুর্নামেন্টের দ্বিতীয় দিনের জয়ী দলগুলো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আগামীকাল দুই মাঠেই কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৩ নভেম্বর।