লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে কৃষকদের তালিকা ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, তারপর যাচাই করে তা চূড়ান্ত করা হবে।
যদি কৃষকের সংখ্যা বেড়ে যায় তখন লটারির মাধ্যমে কৃষকদের তালিকা তৈরি করা হবে। লটারির মাধ্যমে বাদ পড়া কৃষকরা বোরো মৌসুমে অগ্রাধিকার পাবেন।
জানা যায়, এবার প্রতিকেজি ধান ২৬ টাকা, সিদ্ধ ৩৬ ও আতপ চাল ৩৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে ধান কেনা শুরু হবে। আর চাল কেনা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।